‘শামীমার সদ্যোজাত সন্তান নিরাপরাধ, তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে নিন’

আইএস-সংশ্লিষ্টতার কারণে সদ্য যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানো শামীমা বেগমের বোন রেনু যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সেই চিঠির অনুলিপি হাতে পেয়েছে। চিঠিতে রেনু শামীমার ‘নিরাপরাধ শিশু সন্তান’কে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। 
হাতে শামীমা ও তার শিশু সন্তানের ছবি ধরে রেখেছেন রেনু

আইএস-এর জিহাদি উন্মাদনায় উদ্বুদ্ধ হয়ে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়েছিল শামীমা। জঙ্গি বিয়ে করে জিহাদি সন্তান জন্ম দেওয়ার জন্য যে প্রচারণা চালিয়েছিল আইএস, শামীমা তারই বলি হয়েছিল। নেদারল্যান্ডস থেকে  সিরিয়ায় যাওয়া এক জঙ্গিকে বিয়ে করেছিল শামীমা। দুইবার গর্ভপাতের শিকার হওয়ার পর সিরিয়ার শরণার্থী শিবিরে এক পুত্র সন্তানের জন্ম দেয় সে।

বোন রেনু স্বরাষ্ট্রমন্ত্রী জাভেদকে লেখা চিঠিতে দাবি করেছেন, তাদের সঙ্গে শামীমার কোনও যোগাযোগ নেই। তবে পরিবারের সদস্য হিসেবে তার প্রতি দায়বদ্ধতা অনুভব করছেন। সেই সেখান থেকে তারা চাইছেন, শামীমার শিশু সন্তানকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া হোক। চিঠিতে রেনু লিখেছেন, ‘শিশুটি সত্যিই নিরাপরাধ, সে এই দেশের (যুক্তরাজ্যের) নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ হারালে তা যথাযথ হবে না’।

যুক্তরাজ্য জানিয়েছে, শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত তার সন্তানের নাগরিকত্বের ওপর কোনো প্রভাব ফেলবে না। এই সিদ্ধান্তের জন্য চিঠিতে রেনু জাভিদকে ধন্যবাদ জানিয়েছেন।

গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে যুক্তরাজ্য সরকার। প্রতিক্রিয়ায় সে স্কাই নিউজকে বলে, ‘আমি প্রত্যাশা করি তারা আমার জন্য আরেকটু দয়া দেখাবেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবেন।’ যে চিন্তা নিয়ে আইএসে যোগ দিয়েছিল তা তিনি ত্যাগ করতে পারবেন কিনা প্রশ্ন করলে শামীমা বলে, ‘আমি নিজেকে পরিবর্তন করতে ইচ্ছুক।’