১৬ হাজার কোটি ডলারের যুদ্ধবিমান কিনছে মিসর

রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি সুখোই এসইউ-৩৫ বহুমাত্রিক যুদ্ধবিমান কিনছে মিসর। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, রাশিয়াকে ১৬ হাজার ৮৭৭ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করবে মিসর। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

nonameপ্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের শেষদিকে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে যুদ্ধবিমান ছাড়াও বিভিন্ন সমরাস্ত্রের উল্লেখ রয়েছে। ২০২০-২০২১ সালে এগুলো মিসরকে সরবরাহের কথা রয়েছে।

এ চুক্তির মধ্য দিয়ে তৃতীয় দেশ হিসেবে রাশিয়ার কাছ থেকে সুখোই এসইউ-৩৫ বহুমাত্রিক যুদ্ধবিমান সংগ্রহ করছে মিসর। এর আগে এ মডেলের ২৪টি যুদ্ধবিমান কিনেছিল চীন। সম্প্রতি ইন্দোনেশিয়াও এই মডেলের ১১টি যুদ্ধবিমান সংগ্রহে সম্মত হয়।