বিশ্বের শ্রেষ্ঠ ধনী জেফ বেজোসের ফোনে আড়ি পেতেছিল সৌদি!

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের ফোনে আড়ি পেতেছিল সৌদি আরব। এর মাধ্যমে দেশটি তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। শনিবার জেফ বেজোসের পক্ষ থেকে তার নিরাপত্তা প্রধান গেভিন ডে বেকার এ তথ্য জানিয়েছেন।

noname

ডেইলি বিস্ট-এ লেখা এ নিবন্ধে জেফ বেজোসের পক্ষ থেকে এ বিষয়ে আলোকপাত করেন তার দীর্ঘদিনের নিরাপত্তা উপদেষ্টা গেভিন ডে বেকার। তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারিতে জেফ বেজোস এবং সাবেক টিভি উপস্থাপিকা লরেন সানচেজের গোপন টেক্সট মেসেজ সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়। ন্যাশনাল এনকোয়ারার নামের একটি ট্যাবলয়েড পত্রিকায় এ খবর প্রকাশিত হয়। এতে জেফ বেজোসের সঙ্গে লরেন সানচেজের প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়।

গত ফেব্রুয়ারিতে ‘ন্যাশনাল এনকোয়ারার’-এর বিরুদ্ধে ‘অন্তরঙ্গ ছবি’ দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ তোলেন জেফ বেজোস। এক ব্লগপোস্টে তিনি বলেন, বান্ধবীর সঙ্গে তোলা গোপন কিছু ছবি নিয়ে তাকে বিপাকে ফেলার চেষ্টা করছে ন্যাশনাল এনকোয়ারার। আর পত্রিকাটির মূল প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকরপোরেশনের (এএমআই) সঙ্গে যোগসাজশ রয়েছে সৌদি আরবের।

শনিবার এ বিষয়ে দ্য ডেইলি বিস্টে লেখা নিবন্ধে গেভিন ডে বেকার বলেন, ন্যাশনাল এনকোয়ারারের মূল প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকরপোরেশন তার ওপর চাপ প্রয়োগ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে জেফ বেজোসের ফোনে আড়িপাতার খবরটি চেপে যেতে বলা হয়েছে।

গেভিন ডে বেকার বলেন, তদন্তকারী এবং একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন সৌদি আরব বেজোসের ফোনে আড়ি পেতেছিল। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাসের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে গত ফেব্রুয়ারিতে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের দাবি করেন, এ ঘটনায় তার দেশের কিছু করার নেই।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জেফ বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্টের কাভারেজ নিয়ে অস্বস্তি রয়েছে রিয়াদের। ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হওয়া খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদমাধ্যমে সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম এসেছে। জীবদ্দশায় খাশোগি দ্য ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস টেলিভিশনের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে জেফ বেজোসের ‘অন্তরঙ্গ ছবি’ প্রকাশে ‘ন্যাশনাল এনকোয়ারার’-এর সঙ্গে সৌদির যোগসাজশ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন আদেল আল জুবায়ের। উত্তরে তিনি বলেন, এই ঘটনা সংশ্লিষ্ট দুই পক্ষের বিষয়। এতে রিয়াদের কিছু করার নেই।

আদেল আল জুবায়ের বলেন, সৌদি সরকারের সঙ্গে এএমআই কিংবা এর মালিক ডেভিড পেকারের কোনও সম্পর্কের কথা তার জানা নেই।

অনলাইনে পণ্য বিক্রি বিষয়ক ওয়েবসাইট আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার ৮৯০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ১৪ হাজার কোটি টাকারও বেশি। ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের শ্রেষ্ঠ ধনীর তালিকায় এক নম্বরে ছিল ৫৫ বছরের জেফ বেজোসের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ রয়েছে। জেফ বেজোসের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে ট্রাম্পের সমালোচক মনে করা হয়। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, বিজনেস ইনকোয়ারার।