যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত বিধ্বস্ত হয়েছে। রবিবার ইউএস মেরিন ক্রপস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতের এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে।

মেরিন কর্পস মুখপাত্র ক্যাপ্টেন গ্যাব্রিয়েল অ্যাডিব জানিয়েছেন, প্রশিক্ষণ চলাকালে ট্রেনিং গ্রাউন্ডে এই দুর্ঘটনা ঘটে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে শনিবারের ঘটনায় নিহত পাইলটদের নাম প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে এ ধরনের দুর্ঘটনা এটিই প্রথম নয়। ১৯৯৬ সালে মেরিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়। ২০০৭ ও ২০১২ সালেও এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।