টেক্সাসে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।মঙ্গলবার টেক্সাসের ক্রসবিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেরিফ এড গঞ্জালেস বলেন, ‘স্থানীয় সময় রাত দেড়টার সময় আইসোবুটেলিনের একটি ট্যাংকের বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

thumbs_b_c_bd682f06de8eb8194a99d54e72abac9d

এক মাইল নিকটবর্তী সবাইকে সরিয়ে দেওয় হয়েছে। স্কুলে থাকা শিক্ষার্থী ও কর্মীদেরও নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হ্যারিস কাউন্টি ডিপার্টমেন্ট অব এডুকেশন জানায়, স্থানীয় স্কুলেই আশ্রয় দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও কর্মীদের পরবর্তী নিদের্শনা না আসা পর্যন্ত ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।  

এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা জরুরি ব্যবস্থাপনা বিভাগের নির্দেশনা ‍অনুযায়ী কাজ করছি।’ কাউন্টি ফায়ার মার্শালের দফতর জানায়, মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত বাতাসে বিরুপ কিছু ধরা পড়েনি।

দুই সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের ডিয়ার পার্ক পেট্রোকেমিক্যাল টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ১৭ মার্চ ইন্টারকন্টিনেন্টাল টার্মিনালস কোম্পানির ডিয়ার পার্কে সেসময় কালো ধোঁয়া দেখা যায়। কয়েকদিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কোনও গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।