পশ্চিম তীরে ইসরায়েলি ধরপাকড়, ফিলিস্তিনি এমপিসহ গ্রেফতার ১৪

ফিলিস্তিনের পশ্চিম তীরে ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার দখলদার বাহিনীর চালানো এ তাণ্ডবের সময় গ্রেফতার করা হয় ১৪ ফিলিস্তিনিকে। গ্রেফতারকৃতদের মধ্যে হাসান ইউসেফ নামের একজন এমপিও রয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

nonameপ্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের ইসরায়েলি বাহিনীর ওয়ান্টেড তালিকায় নাম ছিল। এদের একজন হামাসের এমপি হাসান ইউসেফ। নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় দখলদার বাহিনী।

এর আগে গত ৩০ মার্চ গাজা সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন কিশোরসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ এর বর্ষপূর্তিতে বিক্ষোভের সময় দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যেই মঙ্গলবার নতুন করে ধরপাকড় চালানো হয় ফিলিস্তিনিদের ওপর।