বিজেপি’র নির্বাচনি ইশতেহারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি

ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ইশতেহারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলো ভারতীয় জনতা পার্টি-বিজেপি। তারা জানান, ক্ষমতায় এলে বিজেপি’র আমলে রাম মন্দির নির্মাণ করা হবে। এছাড়া জাতীয়তাবাদে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(বামে) ও বিজেপি প্রধান অমিত শাহ

 

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল, চলবে ১৯ মে পর্যন্ত। এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৯০ কোটি। নির্বাচনকে সামনে রেখে ‘সংকল্পপত্র’ শিরোনামে এক ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহসহ নেতাকর্মীরা।

৪৫ পাতার ইশতেহারে 'নতুন ভারত'-এর জন্য ৭৫টি অঙ্গীকার নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন অমিত শাহ। এছাড়া রবিবারই দলের প্রচার থিম ও ট্যাগলাইন প্রকাশ করেছেন অরুণ জেটলি। এবার তাঁদের স্লোগান, 'ফির একবার, মোদি সরকার'।

একনজরে বিজেপি’র ইশতেহার:

১. জাতীয়তাবাদে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি।

২. জাতীয় নিরাপত্তা নিয়ে বিজেপি কোনও সমঝোতা করবে না। সামরিক শক্তি বাড়াতে উন্নতমানের সমরাস্ত্র যোগ অব্যাহত থাকবে।

৩. সন্ত্রাস দমনে জিরো টলারেন্স বজায় রাখবে বিজেপি।

৪. সীমান্তপারে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে সকল ব্যবস্থা করবে বিজেপি।

৫. নাগরিকত্ব সংশোধন বিল পাস করবে বিজেপি-শাসিত সরকার। তবে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও অস্তিত্বে আঁচ পড়তে দেবে না।

৬. বিজেপি’র আমলে রাম মন্দির নির্মাণ করা হবে।

৭. ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। কিষান সমৃদ্ধিনিধি প্রকল্পে প্রত্যেক কৃষককে বছরে ছয় হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

৮. কিষান ক্রেডিট কার্ডে নেওয়া এক লাখ টাকা পর্যন্ত ঋণে পাঁচ বছর পর্যন্ত শূন্য শতাংশ সুদ।

৯. গ্রামীণ এলাকার উন্নয়নে ২৫ লাখ কোটি টাকা খরচ করবে বিজেপি-শাসিত সরকার।

১০. ৬০ বছর হলে অবসর ভাতা পাবেন ছোট ও প্রান্তিক চাষিরা।

১১. ৬০ বছর হলে অবসর ভাতা পাবেন ছোট দোকানদাররা।

১২. অবকাঠামো খাতে ২০২৪ সালের মধ্যে ১০০ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে বিজেপি।

এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের বাসিন্দাদের বিশেষ অধিকার বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ইশতেহারে বলা হয়, এই বিশেষ অধিকারের কারণে দেশের বাকি জনগণের অধিকার ক্ষুণ্ন হয় এবং উন্নয়ন ব্যাহত হয়। বিজেপি’র নির্বাচনি ইশতেহারে বলা হয়, আমরা মনে করি ৩৫-এ অনুচ্ছেদ দেশের ‍উন্নয়নের অন্তরায়।