থাইল্যান্ডের শপিং কমপ্লেক্সে আগুন, নিহত অন্তত ২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং কমপ্লেক্সে আগুন লেগে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ওই দুর্ঘটনার কবলে পড়ে ১৭ ব্যক্তি আহত হয়েছেন। তবে এরইমধ্যে সেখানকার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ওই শপিং সেন্টারের ওয়েবসাইটে একে ব্যাংককের সবথেকে বড় লাইফস্টাইল শপিং কমপ্লেক্স আখ্যা দেওয়া হয়েছে। সেখানে একে বিশ্বের ১১তম বৃহৎ শপিং কমপ্লেক্স হিসেবে উল্লেখ করা হয়েছে।

সেন্ট্রাল ওয়ার্ল্ড তাদের ফেসবুক পোস্টে বলেছে, বিশ্বের অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স সেন্ট্রাল ওয়ার্ল্ডের অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত। তবে এর কারণ জানা যায়নি। আগুন লাগার ৩০ মিনিট পর তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীদের সূত্রে বিবিসি জানিয়েছে, আগুনে দুই জন নিহতের মধ্যে একজন অন্তত ওই ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন।

ব্যাংককের গভর্নর অশ্বিন কংমুয়াং জানিয়েছেন, বৃহস্পতিবার আগুনের ঘটনায় তদন্তকাজ শুরু হবে। নিরাপত্তা প্রশ্নে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ওই ভবন বন্ধ থাকবে বলেও জানান তিনি।