এখনই বেসামরিক সরকার চায় সুদানের বিক্ষোভকারীরা

সেনা অভ্যুত্থানের দুই দিন পরও সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় সমর্থকদের অবস্থানের আহ্বান জানিয়েছে সুদানের বিক্ষোভকারীদের নেতারা। বিক্ষোভের মুখে  দীর্ঘদিনের শাসক ওমর আল বসিরকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করলেও এখনই বেসামরিক সরকারের দাবি করছেন বিক্ষোভকারীরা।  সেনাবাহিনীর তরফে বলা হয়েছে দুই বছর ক্ষমতায় থাকার পর নির্বাচন দেবে তারা। তবে তা অস্বীকার করে রাস্তায় অবস্থান ধরে রেখেছেন বিক্ষোভকারীরা।শনিবারও খার্তুমে জমায়েত হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা

জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে সুদানে বিক্ষোভ শুরু হয়। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। তবে সেনাবাহিনী দৃশ্যত প্রেসিডেন্টের পক্ষে থাকায় সম্প্রতি দাবি আদায় না হওয়া পর্যন্ত সেনাসদরের সামনে অবস্থানের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরমধ্যেই বৃহস্পতিবার সেনা অভ্যুত্থানের খবর আসে। ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেন সামরিক কাউন্সিলের প্রধান আওয়াদ ইবনে আউফ। তবে তাকেও বসিরের ঘনিষ্ঠ আখ্যা দিয়ে রাজপথে অবস্থান ধরে রাখে বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্তিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন নিরাপত্তা প্রধান জেনারেল সালাহ ঘোষ। তবে তার পদত্যাগের কোনও আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

গত ডিসেম্বরে শুরু হওয়া সুদানের বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে দেশটির পেশাজীবী সংস্থা (এসপিএ)। এক ফেসবুক পোস্টে এসপিএ বরেছে, আমরা সশস্ত্র বাহিনীকে এখনই বেসামারিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার  আহ্বান জানাচ্ছি।