লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূতের গাড়িকে ধাক্কা, পুলিশের গুলি

লন্ডনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতের গাড়িকে আরেকটি গাড়ি ধাক্কা দেওয়ায় গুলি চালিয়েছে পুলিশ। দূতাবাস থেকে দাবি করা হয়, ভবনের সামনে রাষ্ট্রদূতের গাড়ি পার্কিংয়ে রাখা হলে সেটাতে ‘ইচ্ছে করে ধাক্কা’ দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_106441197_hi053428982

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটি তাদেরও চাপা দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ আগ্নেয়াস্ত্র ও টেজার গান ব্যবহার করে ওই চালককে আটক করে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি আশঙ্কামুক্ত আছেন, তারপরও হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। তবে এই ঘটনাকে এখনই সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে না তারা।  

পুলিশের দাবি, একটি গাড়ি ‘সমাজবিরোধী কর্মকাণ্ড’ চালাচ্ছে এমন অভিযোগ পেয়ে স্থানীয় সময় ১০টার সময় তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা ওই গাড়িতে ‍গুলি চালাতে বাধ্য হন।  

ইউক্রেনের দূতাবাস থেকে জানানো হয়, এই ঘটনায় তাদের কোনও কর্মী আহত হয়নি।