ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১টায়। এদিন ১৭ হাজারেরও অধিক দ্বীপের দেশ ইন্দোনেশিয়ার ভোটাররা দেশটির নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

nonameদুনিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৬ কোটিরও বেশি। মোট ভোটার সংখ্যা ১৯ কোটি ২০ লাখ। ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছে রয়টার্স।

ইন্দোনেশিয়ার এ নির্বাচন একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচন। এবারই প্রথম দেশটির ভোটাররা একইদিনে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় পরিষদ নির্বাচনে নিজেদের রায় দিলেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো (৫৭) এবং সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো (৬৭)-এর মধ্যে। ২০১৪ সালের নির্বাচনেও তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।

প্রেসিডেন্ট পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীইন্দোনেশিয়ান ডেমোক্রেটিকে পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী জোকো উইদোদো এবারও তার জয়ের ব্যাপারে আশাবাদী। তবে হাল ছাড়তে রাজি নন গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী প্রাবোও।

ডয়চে ভেলে জানিয়েছে, ইন্দোনেশিয়ার এবারের নির্বাচনে ‘রাজনৈতিক ইসলাম' গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ভোটারদের বড় অংশ তরুণরাই এখন রক্ষণশীল ইসলামের সমর্থক।