পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদি?

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? রাজ্যের দক্ষিণ দিনাজপুরে মোদির সভার পরই শুরু হয়েছে এমন জল্পনা। সূত্র বলছে, পশ্চিমবঙ্গের বাকি আসনগুলোর মধ্যে কোনও একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছে রাজ্য বিজেপি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

noname

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পাখির চোখ পশ্চিমবঙ্গ। রাজ্যে ক্ষমতায় আসতে তাই মোদি-ই ভরসা। রাজ্যে এখন পর্যন্ত তিন দফায় মোট ৩৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রাজ্যে লোকসভা আসন মোট ৪২টি। অর্থাৎ, আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা এখনও বাকি রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির। এখান থেকে কোনও আসনে প্রার্থী হতে মোদির প্রতি অনুরোধ জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা।

এদিকে শনিবার পশ্চিমঙ্গে বুনিয়াদপুরের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন মোদি। এদিন প্রধানমন্ত্রীর সুর ছিল অনেকটাই চড়া ও ভিন্ন। সভায় মোদি বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় 'ভালো মানুষ' ভেবেছিলেন। কিন্তু, এখন 'স্বীকার' করছেন যে তিনি তাকে 'ভুল' বুঝেছিলেন। মোদির এই কথার সূত্র ধরেই রাজ্য বিজেপি তাকে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হতে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সভা শেষ করে জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে মোদি যখন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়ের কাছে এগিয়ে আসেন, তখনই তাকে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হয়। মুকুল রায়ের সঙ্গেই ছিলেন দলের আরেক নেতা কৈলাস বিজয়বর্গীয়। তারা সরাসরি নরেন্দ্র মোদিকে প্রস্তাব দেন বাংলা থেকে প্রার্থী হওয়ার জন্য।

মোদিকে বলা হয়, প্রথম দু-দফার ভোটের পর পরিস্থিতি অনেকটাই পরিষ্কার। এই পরিস্থিতি তিনি যদি প্রার্থী হন, নির্বাচনের মাঠে বিজেপিকে তা বাড়তি সুবিধা দেবে।