ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটগ্রহণ

ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের রায় দিচ্ছেন ভোটাররা। সাত দফার নির্বাচনে আজই সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিন ভারতের ১৩টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৭টি আসনের ভোট নেওয়া হবে।

Lok Sabha Election
শুধু বেশি আসনে ভোট হওয়াই নয় প্রার্থী তালিকার দিক থেকেও এই দফার ভোটাভুটি আলাদা। গুজরাটের গান্ধীনগর থেকে লড়ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কেরালার ওয়ানড কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ ও জম্মু-কাশ্মীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া কেন্দ্রশাসিত দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউয়ের একটি করে আসনে নির্বাচন হচ্ছে। এ দফায় মোট এক হাজার ৬১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত লোকসভা নির্বাচনে যেসব জায়গায় বিজেপির ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছিল আজ মূলত সেসব জায়গাতেই ভোট। ফলে এবার এসব স্থানে নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে নিতে মরিয়া বিজেপি।