যুক্তরাষ্ট্রে চার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান: ট্রাম্প

জাপান যুক্তরাষ্ট্রে চার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন লাখ ৩৫ হাজার ৩৩৮ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের গাড়ি কারখানায় এ অর্থ বিনিয়োগ করবে জাপান। শনিবার এক সমাবেশে এ ঘোষণা দেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameসমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাকে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের গাড়ি কারখানায় চার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।

নর্দার্ন ভার্জিনিয়ায় ট্রাম্পের ন্যাশনাল গলফ ক্লাবে শিনজো আবে-র সঙ্গে গলফ খেলা শেষে উইসকনসিনের ওই সমাবেশে অংশ নেন ট্রাম্প।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে গাড়ি ‍উৎপাদনে অধিক বিনিয়োগের জন্য জাপানের প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্প। জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও রয়টার্সের কাছে বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে আগামী মাসেই স্ত্রী মেলানিয়াকে নিয়ে জাপান সফরে যাচ্ছেন ট্রাম্প। আগামী মে মাসে যুবরাজ নারুহিতো দেশটির সম্রাটের দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প দম্পতি। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস থেকে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ২০১৯ সালের ১ মে জাপানের সম্রাটের দায়িত্ব নেবেন নারুহিতো। নতুন সম্রাটের মেয়াদকালে দেশটির প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে আগামী ২৫ থেকে ২৮ মে পর্যন্ত টোকিও সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া জি২০ সম্মেলনে অংশ নিতে আগামী জুনে ফের জাপান সফরে যাবেন ট্রাম্প।