ভেনেজুয়েলার অভ্যুত্থানে সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলায় বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর ডাকা অভ্যুত্থানের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। গুইদোর সমর্থনে টুইট করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দুজনের টুইট বার্তাতেই নিকোলাস মাদুরো-বিরোধী বিক্ষোভের যুক্তরাষ্ট্রের সমর্থন স্পষ্ট।

bfce27bc-85c6-48dd-b904-d37868698e7e

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ তাকে স্বীকৃতি দিলেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রের সহায়তায় অভ্যুত্থান প্রচেষ্টা চালাচ্ছেন গুইদো।
সর্বশেষ মঙ্গলবার এক ভিডিও বার্তায় মাদুরোর বিরুদ্ধে অভ্যুত্থানের আকস্মিক ঘোষণা দেন গুইদো। তার পরিপ্রেক্ষিতে এক টুইট বার্তায় বোল্টন বলেন, সেনাবাহিনীকে অবশ্যই ভেনেজুয়েলান নাগরিকদের সংবিধানকে রক্ষা করতে হবে। তাদের জাতীয় পরিষদ ও বৈধ সংস্থাগুলোর সঙ্গে একযোগে গণতন্ত্রের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মানুষের সঙ্গে আছে।’

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুইদা স্বাধীনতা অভিযানের ডাক দিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলানদের এই স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনকে পুরোপুরি সমর্থন দিচ্ছে। গণতন্ত্র হার মানবে না।’