বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেনের ভিডিও

১৯৬৪ সালে টোকিও অলিম্পিকের সময়ে জাপানে শুরু হয় বুলেট ট্রেনের যাত্রা। সেই সময় থেকেই এটি  দক্ষতা আর বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে ওঠে। ভ্রমণের ক্ষেত্রে অব্যহত বৈপ্লবিক পরিবর্তনের অংশ হিসেবে এবার নিজেদের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে জাপান। ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন ট্রেনটি ২০৩০ সাল নাগাদ  যাত্রী পরিবহন শুরু করতে পারবে বলে মনে করা হচ্ছে।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া সিনকানসেন সিরিজের আলফা-এক্স মডেলের সেই বুলেট ট্রেনের ভিডিও:

 

চীনা ফাক্সিং ট্রেন বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুতগতির ট্রেন হিসেবে বিবেচিত। এটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন আলফা এক্স সার্ভিস ৩৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হলেই বিশ্বের সবথেকে গতিসম্পন্ন সার্ভিসের মর্যাদা পাবে।

উত্তরাঞ্চলীয় হোকাইদো দ্বীপের সবচেয়ে বড় শহর সাপ্পোরো পর্যন্ত যাত্রা সহজতর করার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আলফা-এক্স ট্রেন সার্ভিস।

সিনকানসেন সিরিজের ট্রেনের বিলম্বের ঘটনা বেশ বিরল। টোকিও স্টেশন থেকে কয়েক মিনিট পর পর তা ওসাকা, কিয়োটোসহ অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আকাশপথের যাত্রার বিকল্প হয়ে উঠেছে এসব ট্রেন।