সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুথি বিদ্রোহীদের

সৌদি আরবের জিজান বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। হুথিদের নিয়ন্ত্রিত মাসিরাহ টিভির বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

12জিজান বিমানবন্দরটি সৌদি আরবের ইয়েমেন সীমান্ত এলাকায় অবস্থিত। বিমানবন্দরের সামরিক উপস্থিতি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় হুথিদের হামলার শিকার হলো নাজরান বিমানবন্দর। এর আগে গত মঙ্গলবার তারা নাজরান বিমানবন্দরের অস্ত্রাগারে ড্রোন হামলা চালায়। এর কদিন আগেই সৌদি আরবের তেলের পাইপলাইনে সমন্বিত হামলা চালায় বিদ্রোহীরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নাজরান শহরটির দূরত্ব ৮৪০ কিলোমিটার। সীমান্তবর্তী শহরটিকে ইতোপূর্বে দফায় দফায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি বিদ্রোহীরা।