দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ৮ হাজার অতিথির উপস্থিতিতে সন্ধ্যা সাতটায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যান্যের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদও উপস্থিত রয়েছেন এই শপথ অনুষ্ঠানে।noname

 

গত ২৩ মে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ ঘণ্টার এই বৈঠকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের বিষয়ে আলাপ হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিতে রাষ্ট্রপতি ভবনের ডায়াসে ওঠার জন্য রওনা দিলে দর্শক সারিতে ‘মোদি মোদি’ স্লোগান ওঠে। বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ এবারের মন্ত্রিসভায় বড় পোস্ট পেতে যাচ্ছেন। শীর্ষ চার মন্ত্রণালয়ের যেকোনও একটির দায়িত্ব সামলাতে আজকের অনুষ্ঠানে অমিত শাহও শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর মন্ত্রিসভার সদস্যদের একে একে শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।