আকাশে ‘ভালোবাসার প্রতীক’ হলো চীনা ড্রোন (ভিডিও)

নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে বিশ্বকে বারবার তাক লাগিয়ে দেওয়াটা চীনের জন্য নতুন কিছু নয়। এবার তারা আকাশে ড্রোন উড়িয়ে ফুটিয়ে তুলেছে আলোকজ্জ্বল প্রজাপতি আর ভালোবাসাসহ বিভিন্ন প্রতীক। বেইজিংয়ে আয়োজিত এক আন্তর্জাতিক উৎসব উপলক্ষে এই প্রদর্শনী করা হয়েছে।

noname

ইউটিউবে ছড়িয়ে পড়া ড্রোনের প্রদর্শনীর একটি ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে আলোর সজ্জা। বার বার তার রূপ পরিবর্তন হচ্ছে। কখনও তা কোনও নারী পুরুষের আকার নিচ্ছে, কখনও সেখানে ফুটে উঠছে পৃথিবীর অবয়ব। কিছুক্ষণের মধ্যেই তা আবার পরিবর্তন হয়ে যাচ্ছে অন্য সজ্জায়। কখনও প্রজাপতি, কখনও আবার ভালোবাসার প্রতীক হয়ে যাচ্ছে সেই আলোকসজ্জা।
ভিডিও:
 

গুইঝো প্রদেশের গুইয়াং শহরে সোমবার এই আলোর প্রদর্শনীর আয়োজন হয় হয়। এতে ওড়ানো হয়েছিল ৫২৬টি ড্রোন। আন্তর্জাতিক আয়োজন এক্সপো ২০১৯ এর অংশ হিসেবে এই প্রদর্শনী। মে মাসের ৩১ তারিখ পর্যন্ত চলবে এটি।