ট্রাম্প-কিম বৈঠক ব্যর্থ হওয়ায় ৫ উ. কোরীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিশেষ দূত কিম হায়ক চোলসহ উত্তর কোরিয়ার পাঁচ শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র। শুক্রবার চুসান ইলবো সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্মেলন ব্যর্থ হওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এসব নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। ফেব্রুয়ারিতে সম্মেলন পণ্ড হওয়ার পর মার্চে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এসব কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সংবাদপত্রটি। তবে উত্তর কোরিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দক্ষিণ কোরিয়ার দেওয়া নানা খবর পরে অসত্য বলে প্রমাণিত হয়েছে।উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়ক চোলসহ পাঁচ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র

 

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম। ওই বৈঠকে অংশ নিতে কিমের ট্রেন সফরে ছিলেন উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়ক চোল।

শুক্রবার চুসান ইলবো সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ভিয়েতনামের হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে দেশটির বিশেষ দূত কিম হায়ক চোল এবং চার শীর্ষ কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাকি চারজনের নাম-পরিচয়ের বিষয়ে ওই খবরে কিছু জানানো হয়নি।

হ্যানয়ের বৈঠকে ভুল করার জন্য কিম জং উনের দোভাষী হিসেবে কাজ করা শিন হে ইয়ং-কে জেলে বন্দি করা হয়েছে বলেও দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্রটি।

তবে এসব খবর সম্পর্কে কোনও মন্তব্য করেনি উত্তর কোরিয়ার সাথে সংশ্লিষ্ট দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এমনকি পিয়ংইয়ং থেকে এই খবরের বিষয়েও কোনও মন্তব্য করা হয়নি।