ভার্জিনিয়ায় সরকারি ভবনে নির্বিচার গুলি, নিহত ১১

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে শুক্রবার চালানো নির্বিচার গুলিতে ১১ ব্যক্তি নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। ভার্জিনিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির একজন সরকারি কর্মচারী। দীর্ঘদিন ধরে কর্মরত ওই সন্দেহভাজন জনসেবা সরবরাহকারী ভবনে নির্বিচার গুলি চালানোর পর পুলিশের গুলিতে নিহত হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনের দুই নম্বর ভবনে গুলির ঘটনা ঘটে

 মার্কিন নজরদারি ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটা ছিল ১৫০তম নির্বিচার গুলির ঘটনা।

ভার্জিনিয়া বিচ নামের শহরটি ওই অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর। বাসিন্দা প্রায় চার রাখ ৪০ হাজার।স্থানীয় সময় বিকাল চারটার দিকে শহরের পৌর ভবনে গুলি শুরু হয়। ওই এলাকায় বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। গুলি শুরুর পর সবগুলো ভবন বন্ধ করে দিয়ে কর্মচারিদের বের করে নিয়ে আসে পুলিশ। ওই ভবনগুলোর একটিতে কর্মরত মেগান ব্যান্টন নামে এক ব্যক্তি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, 'আমরা কেবল মানুষের চিৎকার ও কান্না শুনেছি। সবাই সবাইকে নিচে বসে পড়তে বলছিলেন।  আরেক কর্মচারী বলেন তারা বন্দুকের গুলির শব্দ শুনেছেন তবে এত কাছে বন্দুকের গুলি চলছে তা বুঝতে পারেননি তারা।'

স্থানীয় পুলিশ প্রধান জেমস কারভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুরিশ কর্মকর্তাদের দিকে ফিরে গুলি শুরু করলে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। পুলিশের ধারণা, বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে।  

এই ঘটনায় নিহত ১১ ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনের আহত হওয়ার কথা জানা গেলেও তাদের আঘাতের ধরণ সম্পর্কেও জানানো হয়নি। জেমস কারভেরা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার ভেস্টে গুলিবিদ্ধ হওয়ায় তার প্রাণ বেঁচে গেছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে এই গুলির ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। এফবিআই তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করছেন বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।