যুক্তরাজ্যের সঙ্গে দারুণ সম্পর্কের আশাবাদ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর যুক্তরাজ্যের সঙ্গে দারুণ বাণিজ্য সম্পর্ক তৈরি হবে যুক্তরাজ্যের। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে তিনি বলেন, তার বিশ্বাস যুক্তরাজ্যর সঙ্গে বাণিজ্যিক পরিধি বাড়ানো সম্ভব যুক্তরাজ্যের। ব্রেক্সিট নিয়ে তার চুক্তিতে লেগে থাকার পরামর্শ দেন ট্রাম্প।

77f4e6a4-6ed5-43a2-9198-11849d467a03

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার লন্ডন পৌঁছান ট্রাম্প। এদিন ওয়েস্ট মিনস্টার অ্যাবে পরিদর্শন করেন তিনি। ক্লিয়ারেন্স হাউসে (রয়েল রেসিডেন্স) প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়ালের সঙ্গেও চা চক্রে অংশ নেন। আর সোমবার সন্ধ্যায় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সাড়া দিয়ে অংশ নেন নৈশ ভোজে।

থেরেসা মে বলেন, ভবিষ্যতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তিনি বলেন, আমাদের এই সম্পর্ক আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে সেটা আরও শক্তিশালী হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলেন, আপনারা যা করতে চাইছেন, আমরাও তাই করতে চাইছি। আশা করি দারুণ কিছু হবে।

ট্রাম্প বলেন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তবে বিরোধী দলীয় নেতাকে তিনি ‘নেতিবাচক শক্তি বলে মনে করেন।  এছাড়া লন্ডনের মেয়র সাদিক খানকেও নেতিবাচক শ শক্তি বলে মন্তব্য করেন তিনি।