ঈদে সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ঈদুল ফিতরের আগের দিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে সম্প্রীতির বার্তাও দিয়েছেন তিনি। বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ধারণ করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেত্রী।   

টাইমস অফ ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সে দেশে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে  বুধবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি তার ঘোষণায় বলেন, “আজ চাঁদ দেখা গেছে। অর্থাৎ বুধবার দিল্লিসহ দেশের অন্যান্য অংশে ঈদ উদযাপন করা হবে।” 

ঈদের একদিন আগে মঙ্গলবার রাতে এক টুইটার পোস্টে মমতা লিখেছেন, সকলকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি - এটাই হোক আমাদের মন্ত্র।

কলকাতার সংবাদমাধ্যম এই সময় লিখেছে, এই বার্তার মধ্যে দিয়ে আসলে ভেদাভেদের রাজনীতি নয়,বরং সম্প্রীতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, প্রতিবছরই ঈদে রেড রোডে বিশেষ নামাজের অনুষ্ঠানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে তার।