মোদিকে জেতানো নির্বাচন বিশেষজ্ঞ এবার তৃণমূলে?

বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনে অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডির জয়ের নেপথ্যে ছিল প্রশান্তের মস্তিষ্ক। এর আগে নীতীশ কুমার ও নরেন্দ্র মোদিকেও নির্বাচনে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন তিনি।

nonameবৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাসভবন নবান্নে মমতার সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের বৈঠক হয় প্রশান্ত কিশোরের। আলোচনায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা ও মমতার ভাইপো অভিষেক বন্ধ্যোপাধ্যায়। এক বর্ষীয়ান নেতা নাম গোপন রাখার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "প্রশান্ত একজন নির্বাচন বিশেষজ্ঞ এবং আমাদের নেত্রী লোকসভা ভোটের ফলের কারণ এবং ধারা নিয়ে ওর পর্যবেক্ষণ শুনেছেন। রাজ্যে বিজেপির অগ্রগতি আটকাতে একটি রোডম্যাপও তৈরি করেছেন তারা।"

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ২টি মাত্র আসন পেয়েছিল, এবার সেখানে ৪২ লোকসভা আসনের মধ্যে ১৮ টি নিজেদের দখলে নিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের আসন ৩৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২-এ। ২০০৯-এর লোকসভা ভোট থেকে ক্রমাগত জিতে আসা তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারের ফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

২০২১ সালে এ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মমতা এবং প্রশান্ত কিশোর লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের কারণ নিয়ে আলোচনা করেন। প্রশান্ত কিশোর আসন বিভিন্ন ধরে ধরে ধরে তার মতামত হাজির করেন মমতার কাছে। 

নির্বাচন কৌশলী হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর ২০১৪ সালে মোদির উদ্ভাবনী নির্বাচনী প্রচারে নিজস্ব উপাদান জুগিয়ে তার বিজয়ে ভূমিকা রেখেছিলেন। ২০১৫ সালের বিহার বিধানসভা ভোটে নীতীশ কুমারের নির্বাচনী প্রচারের কৌশল রচনা করেছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি জেডিইউ-তে যোগ দেন এবং এক মাস পরে সে দলের জাতীয় সহ সভাপতি হন।

অন্ধ্র প্রদেশে এবার ওয়াই এস আর কংগ্রেস ২৫টি লোকসভা আসনেই বিজয়ী হয়েছে। তাদের জয়ের কৃতিত্ব দেওয়া হচ্ছে প্রশান্ত কিশোরকেই। ১৭৫টি বিধানসভা আসনের  মধ্যে ১৫০টিরও বেশি আসনে জিতেছে তারা। ২০১৭ সালের মে মাসে জগনের বিশেষ উপদেষ্টা পদে নিযুক্ত হন প্রশান্ত। সে সময় তেলুগু দেশম পার্টি  ও চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে ক্ষমতা দখল করার কৌশল রচনা করেছিলেন তিনি।