অঞ্জু ঘোষ জন্মসূত্রে ভারতীয়: বিজেপি

সদ্য বিজেপিতে যোগ দেওয়া বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষকে নিয়ে যখন নাগরিকত্ব বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় দলের পক্ষ থেকে তাকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক দাবি করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপি’র সদর দফতরে তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ বিভিন্ন নথিও হাজির করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর থেকে এসব কথা জানা গেছে।noname

 

নব্বই দশকের সাড়া জাগানো বাংলাদেশি সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ বুধবার বঙ্গ বিজেপিতে যোগ দেন। বুধবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে অঞ্জু ঘোষ পদ্ম পতাকা হাতে তুলে নিতেই তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের মুখে বৃহস্পতিবার নায়িকার নাগরিকত্বের প্রামাণ্য নথি সামনে এনে সংবাদ সম্মেলন করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

রাজ্য বিজেপির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অঞ্জু ঘোষের জন্মের সনদপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্টের প্রতিলিপি দেখিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,‘কলকাতাতেই জন্ম অভিনেত্রী অঞ্জু ঘোষের। জন্মসূত্রে তিনি ভারতীয়। সল্টলেকের সেক্টর ২ এলাকার বাসিন্দা।’ জয়প্রকাশ দাবি করেন, ‘‘কলকাতায় ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেছেন অঞ্জু ঘোষ। কলকাতা পুরসভায় অঞ্জুর জন্মের তারিখ নথিভুক্ত করা হয়েছে। ওর নামে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড রয়েছে। অঞ্জুর ভারতীয় পাসপোর্ট রয়েছে। সল্টলেকের সেক্টর ২ এলাকার বাসিন্দা অঞ্জু।’