জার্মানিতে প্রতিদিন যৌন নিপীড়নের শিকার হয় ৪০ শিশু

জার্মানিতে শিশুদের ওপর যৌন নিপীড়নসহ তাদের শারীরিক নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে সারা দেশে শতাধিক শিশুকে হত্যা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে কয়েক হাজার শিশু। পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গড়ে প্রতিদিন ৪০ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।

nonameবৃহস্পতিবার জার্মানিতে ২০১৮ সালে ঘটা অপরাধের পরিসংখ্যান প্রকাশ করা হয়। সেই পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে দেশে অন্তত ১৩৮ জন শিশু সহিংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। এই শিশুদের ৮০ ভাগের বয়স ছয় বছরেরও কম৷ ৯৮ জন শিশুকে গত বছর হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

২০১৮ সালে শিশুদের যৌন নিপীড়নের মোট ১৪ হাজার ৬০০ অভিযোগ পেয়েছে পুলিশ। এতে গড়ে প্রতিদিন অন্তত ৪০ জন শিশুর যৌন নিপীড়নের শিকার হওয়ার ভয়াবহ এ চিত্র উঠে এসেছে। দেশজুড়ে এমন ঘটনা যে বাড়ছে তা পরিসংখ্যান থেকে বেরিয়ে এসেছে। ২০১৭-এর তুলনায় ২০১৮ সালে এমন অপরাধ ছয় দশমিক ৪৩ ভাগ বেড়েছে।

পুলিশ মনে করে, ১৪ হাজার ৬০০ অভিযোগ পেলেও অপরাধের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। যৌন নিপীড়কদের অনেকেই শিশুদের পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিবেশী বলে সব ঘটনা পুলিশকে জানানো হয় না। জার্মানির ফেডারেল অপরাধ বিভাগের প্রধান হোলগার ম্যুনশ বলেছেন, ‘‘পুলিশ যেসব অভিযোগের কথা জানতে পেরেছে শুধু তা-ই উঠে এসেছে পরিসংখ্যানে। অনেক অপরাধের ঘটনাই অগোচরে থেকে যায়।''