ফের বাণিজ্য আলোচনায় সম্মত যুক্তরাষ্ট্র-চীন

ফের বাণিজ্য আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। শনিবার জাপানে জি-২০ সম্মেলনের সাইডলাইনে দুই দেশের প্রেসিডেন্টের দীর্ঘ বৈঠকে এ বিষয়ে মতৈক্যে পৌঁছায় ওয়াশিংটন ও বেইজিং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দুই নেতার বৈঠক প্রায় দেড় ঘণ্টার মতো স্থায়ী হয়। বৈঠক শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার পথ অবারিত রাখতে চীন থেকে আমদানিকৃত পণ্যে যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনও শুল্ক আরোপ করবে না। এছাড়া সুনির্দিষ্ট আরও কিছু বিষয় নিয়ে আলোচনায় বসবেন দুই দেশের মধ্যস্থতাকারীরা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ফের আগের পথে ফিরে এসেছি। যদিও বৈঠকের আগে আলোচনা ফলপ্রসূ না হলে চীনের আরও পণ্যে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

উল্লেখ্য, ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত অর্থনৈতিক প্ল্যাটফর্ম জি-২০ শীর্ষ সম্মেলন শুক্রবার জাপানের ওসাকায় শুরু হয়েছে। চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের মধ্যেই শুরু হয়েছে এবারের সম্মেলন। আর সম্মেলনকে ঘিরে দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক ছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে গত বছর থেকে বেইজিংয়ের রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আর ‘আমেরিকা ফার্স্ট’ নামের কথিত সংরক্ষণশীল নীতির ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিং-ও মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে। এই বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি বছরের মে মাসে ওয়াশিংটন-বেইজিং আলোচনায় বসলেও তা কোনও চুক্তি ছাড়াই শেষ হয় তা। এমন পরিস্থিতিতে শনিবারের ট্রাম্প-শি বৈঠক ইতিবাচক হিসেবেই প্রতীয়মান হচ্ছে।