হংকংয়ে আন্দোলনরত গণতন্ত্রকামীদের সমর্থন দিলো যুক্তরাজ্য

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হংকংয়ের আন্দোলনরত গণতন্ত্রকামীদের সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। সোমবার এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এই সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, হংকংয়ের জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রয়েছে।

_107660748_hi055017513

সোমবার চীনের কাছে হংকং হস্তান্তর বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজপথ অবস্থান নেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। একটা সময় সরকারি দফতরে ভাঙচুর চালান তারা। দেশটির আইন পরিষদ ভবনেও তারা ধাতব বস্তু দিয়ে গ্লাস ও দরজা ভাঙার চেষ্টা করেন। গণতন্ত্রপন্থী পরিষদ সদস্যরাও আন্দোলনকারীদের থামাতে গিয়ে ব্যর্থ হয়েছেন।

এমন পরিস্থিতিতে আন্দোলনকরীদের প্রতি সমর্থন ব্যক্ত করে একটি টুইট করেন জেরেমি হান্ট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, হংকং হস্তান্তর বার্ষিকী উপলক্ষ্যে তাদের স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন জানই। কোনও সহিংসতাই গ্রহণযোগ্য নয়, তারপরও হংকংয়ের জনগণের আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলনের পূর্ণ অধিকার আছে এবং শত শত সাহসী মানুষ তা আজ করে দেখিয়েছে।

১৫০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই অঞ্চলটি চীনের কাছে ফেরত দেওয়া হয়েছিল। সেই দিবসের ২২ বছর পূর্তিতে সোমবার আন্দোলনে নামেন গণতন্ত্রকামী মানুষেরা। প্রতিবছরই এই দিনে কর্মকর্তারা সরকারি ভবনে উৎসব করেন আর রাজপথ অবস্থান নেন গণতন্ত্রকামী মানুষ।