গরু পাচারকারী সন্দেহে ১১ বাংলাদেশিকে আটকের দাবি বিএসএফ-এর

গরু পাচারকারী সন্দেহে ১৩ জনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জনকে বাংলাদেশি দাবি করেছে বিএসএফ। ঘটনাস্থল থেকে ১৫৫টি গরু উদ্ধার করা হয়েছে

প্রতীকী ছবি
সম্প্রতি সীমান্তে গরু পাচারের বিরুদ্ধে নজরদারি জোরালো করেছে বিএসএফ। এর অংশ হিসেবে শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। বেশিরভাগ পাচারকারী রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হলেও ১৩ জনকে গ্রেফতার করা হয়। বিএসএফের এক কর্মকর্তা এএনআই-কে বলেন, ‘মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও নাদিয়ায় অভিযান চালিয়ে ১১ বাংলাদেশিসহ ১৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।’

বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ভারতীয় পাচারকারী গুলিবিদ্ধ হয়। তাকে বশিরহাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএসএফের দাবি, পাচারকারীরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল। সে কারণে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে বাধ্য হয়েছে তারা। মোট সাত রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ১৫৫টি গরুর মূল্য ১৩ লাখ টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। গরুগুলো স্থানীয় পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।