হজের অনুশীলনে চার হাজার শিশু (ভিডিও)

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হজকে সামনে রেখে মালয়েশিয়ার  কুয়ালালামপুরে প্রস্তুতিমূলক ‘হজ মহড়া’ আয়োজন করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, সোমবার অনুষ্ঠিত সেই হজের মহড়ায় ছয় বছর বয়সী প্রায় চার হাজার স্কুল শিক্ষার্থী অংশ নেয়।

noname

ফরাসি বার্তা সংস্থা এএফপির সাম্প্রতিক এক খবর অনুযায়ী, রাজধানী কুয়ালালামপুরের অদূরে খোলা মাঠে একটি অস্থায়ী কাবাঘর বানিয়ে সেই মহড়া অনুষ্ঠিত হয়। হজের প্রকৃত নিয়ম মেনে অংশগ্রহণকারী শিশুদের সাদা ইহরামের কাপড় ও হাতে সবুজ রঙের ব্যাজ পরানো হয়। তারপর কাবার চারদিকে সাত চক্কর দেওয়া ও শয়তানকে পাথর নিক্ষেপ করানো হয়।

অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে খাইরিজা কামারুদ্দিন বলেন, শিশুদের বার্ষিক এই ধর্মীয় অনুষ্ঠানটির রীতিনীতি শেখানোর জন্যই এমন হজ মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এই হজের মহড়াটি শিশুরা দারুণভাবে উপভোগ করেছে। এখন তারা মূল হজ পালনের জন্য আগ্রহী হয়ে উঠেছে।

অনুশীলনের ভিডিও: