ভিডিওতে যেভাবে ধরা পড়লো ভারতীয় ‘চন্দ্রযান-২’ উৎক্ষেপণের দৃশ্য

প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে সোমবার ভরতীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে সফলভাবে উৎক্ষেপিত হয় ভারতীয় ‘চন্দ্রযান-২’। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে এ সংক্রান্ত লাইভ ভিডিওচিত্র।

এক সপ্তাহ আগেই ছাড়ার কথা ছিল এই যানটির। তবে সেসময় প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থগিত হয়ে যায় তার উড্ডয়ন। চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য সোমবার পুনরায় উৎক্ষেপণ করা হয় যানটি।

ভিডিও:

শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিএসএলভি-এমএক থ্রি রকেটে চেপে মহাকাশে পাড়ি দেওয়ার কথা এই চন্দ্রযানের। ছয় চাকার এইরোভারের নাম রাখা হয়েছে ‘প্রজ্ঞান রোভার'। এটি সৌর বিদ্যুতের সাহায্যে দিনে ৫০০ মিটার পর্যন্ত চলবে এই রোভার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে কাজ করতে পারবে।

গত ৭ জুলাই রবিবার দিনগত রাত ২টা ৫১ মিনিটের দিকে উৎক্ষেপণের কথা থাকলেও রকেট সিস্টেমে ত্রুটি থাকার কারণে ৫৬ মিনিট আগে অভিযানটি স্থগিত করা হয়।