টেক্সাসে হামলার ঘটনায় এফবিআইয়ের তদন্ত শুরু

মেক্সিকো সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। টেক্সাস কর্তৃপক্ষের নেতৃত্বে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী অভ্যন্তরীন তদন্ত করবে এল পাসো এফবিআই। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর নিশ্চিত করেছে।noname

শনিবার টেক্সাসের এল পাসো শহরের ওয়ালমার্ট স্টোরে হামলা চালায় সন্দেহভাজন এক বন্দুকধারী। ওই হামলায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামের এক তরুণকে আটক করা হয়েছে।

এফবিআই সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে টেক্সাসের স্যাটেলাইট কার্যালয় থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করা হয়েছে। এছাড়া হামলার সময়ে তোলা ছবি বা ভিডিও এফবিআইয়ের কাছে জমা দিতে প্রত্যক্ষদর্শীদের আহ্বান জানানো হয়েছে।