কাশ্মির ইস্যুতে আলোচনা করতে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর দিল্লি-ইসলামাবাদ উত্তেজনা নিয়ে আলোচনা করতে চীন সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান-ভারত সম্পর্কের ব্যাপারে আলোচনা করতে বেইজিং সফর করছেন তিনি।  

noname

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। এ ঘটনাকে ‘একতরফা ও অবৈধ’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করা হয়েছে। স্থগিত করা হয়েছে দ্বিপক্ষীয় সব বাণিজ্য চুক্তি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পাকিস্থান সেনাবাহিনী।

চীন সফরের আগে সাংবাদিকদের কাছে কোরেশি দাবি করেন, ‘জম্মু-কাশ্মিরে অসাংবিধানিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আঞ্চলিক শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত। পাকিস্তান চীনা নেতৃত্বের ওপর আস্থা রাখবে বলে জানিয়েছেন তিনি।