ভারতে বন্যায় নিহত শতাধিক

ভারতজুড়ে বন্যায় এখনও পর্যন্ত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া লাখ লাখ  মানুষ। মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক।  কেরালা সরকার সেনা দলকে উদ্ধারকারী দল তৈরিতে নির্দেশ দিয়েছে। সেখানকার দুই লাখেরও বেশি মানুষ ঘরছাড়া। এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

flood-inner-1908110754

শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, রাজ্যের ১৭টি জেলার এক হাজার গ্রাম বন্যাবিধ্বস্ত। উত্তর কর্নাটকের কয়েকটি জেলা মিলিয়ে ৬ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্যাবিধ্বস্ত জেলাগুলোর সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ থাকবে। প্রবল বৃষ্টিতে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। শনিবার সমস্ত কোঙ্কন রেলওয়ে ট্রেন বাতিল হয়েছে কারওয়ার অঞ্চলে ধস নামার পরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় গত তিন দিনে ৫৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই জেলায় বৃষ্টিতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছিল।

এছাড়া, মুম্বাই ও বেঙ্গালুরুর মধ্যবর্তী ৪ নম্বর জাতীয় সড়ক এখনও বন্ধ। কর্নাটকের গাড়িগুলোকে মুম্বাই যেতে বলা হয়েছে সোলাপুর রুট দিয়ে।