কাশ্মিরে সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সাংবাদিকদের কাজ করার পরিবেশ নিশ্চিতে প্রাদেশিক সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন কাশ্মির টাইমসের নির্বাহী সম্পাদক। তিনি জানান, সুপ্রিম কোর্ট যেন এমন ব্যবস্থা নেয় যাতে করে জম্মু ও কাশ্মিরে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে।

5d1b09fa319641f98406d810c4508c8c-5d4d49f490e4d

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে।পরিস্থিতিকে আড়াল করতে প্রবলভাবে ক্ষুণ্ন করা হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা। চলাচলের ওপর বিধিনিষেধ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পাশাপাশি তথ্য সংগ্রহ করতে বাধা দেওয়া হচ্ছে। সেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে গত সোমবার থেকে কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরভিত্তিক অধিকাংশ ইংরেজি ও উর্দু ভাষার সংবাদপত্র প্রকাশিত হচ্ছে না। এ ঘটনায় হতাশ সাংবাদিকরা পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ আখ্যা দিয়েছেন।

ওই পিটিশনে দাবি করা হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনের সুযোগ দিতে হবে। আবেদনকারী অনুরাধা ভাসিন বলেন, সাংবাদিকদের ওপর এমন বিধিনিষেধ ভারতীয় সংবিধানের ১৪ ও ১৯ অনুচ্ছেদ এর পরিপন্থী। কাশ্মির উপত্যকার বাসিন্দাদের কি অবস্থা তা জানার অধিকার রয়েছে সবার।

আবেদনকারীর আইনজীবী প্যানেলে রয়েছেন ভ্রিন্দা গ্রোভার, সৌতিক ব্যানার্জি, প্রসান্ন এস এবং রত্না আপেন্দার। এটি দায়ের করেন সুমিকা হাজারিকা। আবেদনকারী বলেন, তিনি কাশ্মির টাইমসের পত্রিকা প্রকাশ করতে পারছেন না। কারণ বিধিনিষেধ জারি রয়েছে। তিনি বলেন, ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ থাকায় কাশ্মিরের তথ্য সরবরাহ কঠিন হয়ে গেছে। আর সেটা এমন এক সসময়ে যখন সেখানে রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তন হয়েছে।