দিল্লির বিখ্যাত এআইআইএমএস হাসপাতালে আগুন

ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বিকাল ৫টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৪টি ফায়ার ইঞ্জিন। অগ্নিনির্বাপন কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে।13
আগুনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গত ৯ অক্টোবর থেকে ভারতের প্রথম সারির এই হাসপাতালটিতে লাইফ সাপোর্টে রয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, জরুরি বিভাগ সংলগ্ন একটি ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর তৎপরতার পাশাপাশি ভেতরে থাকা রোগী ও অন্যদের বের করে আনে অগ্নিনির্বাপন কর্মীরা। সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি।