কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর প্রথমবারের মতো সংঘটিত বন্দুকযুদ্ধে অন্তত দুই জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সে দেশের পুলিশ। বুধবার বারমুল্লা জেলায় ওই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সশস্ত্র ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য বলে দাবি তাদের।

india-kashmir_97226366-c355-11e9-9ed0-dd7a6b36c3ad

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। ৩৭০ ধারা বাতিলের আগ মুহূর্তে জম্মু-কাশ্মিরে আধাসামরিক বাহিনীর ৩৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। পরে নতুন করে সেখানে নিয়োজিত হয় আধাসামরিক বাহিনীর আরও ৮ হাজার সদস্য। উপত্যকায় কারফিউ জারির পাশাপাশি টেলিফোন-ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এক বিবৃতিতে পুলিশ দাবি করে, সশস্ত্র বিদ্রোহীরা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করলে ঘটনাস্থলেই আহত হন দুই জন। এরমধ্যে বিশেষ পুলিশ কর্মকর্তা বিলাল আহমেদ চিকিৎসারত অবস্থায় মারা যান। অপর পুলিশ সদস্যের চিকিৎসা চলছে। গুলিতে প্রাণ হারানো কাশ্মিরির নাম মোমিন গুজরি। তিনি বারামুল্লার বাসিন্দা। পুলিশের বিবৃতিতে দাবি করা হয়, মমিন লস্কর-ই-তৈয়বার সদস্য।