আমরা চাঁদের মাটি স্পর্শ করবই: ভারতের প্রধানমন্ত্রী

ভারতের চন্দ্রযান-২ এর অভিযান ব্যর্থ হওয়া সত্ত্বেও দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে ব্যাঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে এসে সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে মোদি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই ভারত চাঁদের মাটি স্পর্শ করবে। চন্দ্রাভিযান সফল করতে বিজ্ঞানীদের 'অক্লান্ত পরিশ্রম' করতে হয়েছে বলে মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বলেন, একদিন ঠিকই এই পরিশ্রমের ফল ঘরে তুলতে সমর্থ হবে ভারত। 1010

সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২ পাঠায় ভারত। শুক্রবার (৬ সেপ্টম্বর) স্থানীয় সময় রাত ১টা ৫৫ মিনিটে চাঁদের পিঠে অবতরণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে চন্দ্রযান-২। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছিলেন, চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে নিজের গতিবেগ কমাতে ব্যর্থ হয় চন্দ্রযান-২। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার। যেখানে ৭ কিমি গতিবেগ থাকার প্রয়োজন ছিল। ফলে সফল অবতরণ হয়নি বলে প্রতীয়মান হয়। কন্ট্রোল রুমে বসে লাইভ দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা।

চন্দ্রযান ২-এর ব্যর্থতার পর ইসরোর বিজ্ঞানীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাঁদের মাটিকে স্পর্শ করবই। সেই সময় আসতে বেশি বাকি নেই। আমরা আমাদের সেরা সময়ের খুব কাছাকাছি চলে এসেছি।’

ইসরোর প্রধান বিজ্ঞানী ডক্টর কে সিভানকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য-স্বপ্ন ত্যাগ করে দেশকে শীর্ষে নিয়ে যেতে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। আপনাদের এই শ্রম বৃথা যাবে না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনার ব্যথায় ব্যথিত আমি। আমি জানি, আপনি এই ব্যর্থতার জন্য সারারাত ঘুমতে পারেননি।’