মৌলভীবাজা‌রের বাব‌লিন যুক্তরাজ্যের এম‌পি প্রার্থী

ব্রিটেনের আগামী পার্লামেন্ট নির্বাচনের জন্য ড. বাবলিন মল্লিককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে সে দেশের উদার ধারার রাজনৈতিক দল লিবডেম (লিবারেল ডেমোক্র্যাট)। কার্ডিফ সেন্ট্রাল আসনের জন্য প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলা থেকে ব্রিটেনে স্থায়ী আবাস গড়া বাবলিন। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।   

noname

বাবলিন মল্লিক মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামের  মোহাম্মদ ফিরো‌জের মেয়ে। ছোটবেলায় মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে আসেন তিনি। পরিবারের ৩ সন্তানের মধ্যে কনিষ্ঠ বাবলিন বায়ো-ক্যা‌মে‌স্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি।

কার্ডিফ এলাকায় বাংলাদেশি কমিউনিটির জন্য শেকড় নামে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন বাবলিন। তিনি কমিউনিটির স্বার্থে বিভিন্ন দাতব্য সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানকার কাউন্টি কাউন্সিলের প্রথম বাঙালি ও মুসলিম নারী হিসেবে গত কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটে কাউন্টি কাউন্সিলর নির্বাচিত হন তিনি। সেই ধারাবাহিকতায় লিবারেল ডেমোক্র্যাটিক দল ডক্টর এই বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকে এমপি প্রার্থী ড. বাবলিন মল্লিক বাঙালি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করে বলেছেন, এবারের নির্বাচন ব্রিটিশ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই আসনটি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে আমাদের দলের এমপি এসেম্বলি মেম্বার ও কাউন্সিলর হিসেবে অতীতে অনেকবার বিজয়ী হয়েছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এশিয়ান মুসলিম ও বাঙালি ভোটারদের মন জয় করতে পারলে বিজয় নিশ্চিত।’