স্পেনে ৪ বছরে চতুর্থ নির্বাচনের ঘোষণা

বারবার রাজনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। বিগত চার বছরে এটা দেশটির চতুর্থ নির্বাচন। মঙ্গলবার রাতে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পে্রো সানচেজ এক সংবাদ সম্মেলনে বলেন, ১০ নভেম্বর নতুন নির্বাচন হবে।’

6f275999fe1a42cc91c865f96b1bdb25_18

সর্বশেষ ২৮ এপ্রিল রবিবার স্পেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়। চারবছরের মধ্যে তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠ আসন পায় সোশালিস্ট পার্টি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাকে অন্যান্য দলের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হয়।

কয়েক মাস ধরে আলোচনা চললেও পোডেমোস ও পিএসওইর সঙ্গে সংলাপে সফল হননি সানচেজ। কনজারভেটিভ পপুলার পার্টির সঙ্গেও কোনও চুক্তি করতে সমর্থ হননি তিনি। সরকার গঠনে তার প্রতি আস্থা ভোট দেওয়া থেকেও বিরত ছিলো দলটির নেতা।

আগামী সোমবারের মধ্যে আস্থা ভোট অর্জন করতে না পারলে ১০ নভেম্বর আবার নির্বাচন হওয়ার কথা। তবে আলোচনা করে সানচেজ বুঝতে পেরেছেন যে কোনও লাভ হবে না।

মঙ্গলবার দুইদিনের আলোচনা শেষে রাজা ষষ্ঠ ফিলিপ এক বিবৃতিতে বলেন, তিনি নতুন কোনও নেতাকে আস্থা ভোট অর্জনের জন্য মনোনিত করবেন না কারণ কোনও দলেরই পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নেই।

সানচেজের দাবি, তার প্রতিদ্বন্দ্বিদের কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।