জাকারবার্গের সঙ্গে ‘গঠনমূলক’ বৈঠক ট্রাম্পের

ফেসবুকে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে ‘ভালো বৈঠক’ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ভালো ও গঠনমূলক বৈঠক হয়েছে তাদের। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনও বিস্তারিত জানায়নি কোনও পক্ষ।

869409-trump-mark-zuckerberg

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভবিষ্যত ইন্টারনেট নিয়ম নীতি নিয়ে কথা বলতে যান জাকারবার্গ। সেসময় ট্রাম্পের সঙ্গে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় হাত মেলাতে দেখা যায়।

ফেসবুক থেকে দেওয়ার এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ভালো ও গঠনমূলক বৈঠক হয়েছে।

তারা জানায়, মার্ক এখন ওয়াশিংটনে। ইন্টারনেটে ভবিষ্যত নিয়ম নিয়ে কথা বলতে উদ্বেগ জানাতে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

ফেসবুকের বিরুদ্ধে ওঠা প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্ন এ নিয়ন্ত্রণ আরোপের মুখে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জাকারবার্গের সাক্ষাতের ঘটনা ঘটল। দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন তথ্য সুরক্ষা লঙ্ঘনের অভিযোগে ফেসবুককে ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে।