বড় ধরনের সামরিক সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে চীন-রাশিয়া

বড় ধরনের সামরিক সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে চীন ও রাশিয়া। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন দুই দেশের কর্মকর্তারা। ২০২০-২১ সালের জন্য এ পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।noname
নিজ দেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতের জন্য বড় ধরনের একটি সহযোগিতা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। আমি নিশ্চিত যে, আগামী মাসের মধ্যেই আমরা এটি বিশ্লেষণ ও অনুমোদন করবো।

উল্লেখ্য, বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়া উভয়েই যুক্তরাষ্ট্রবিরোধী হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত মৈত্রী রয়েছে।