‘হাউডি মোদি’ অনুষ্ঠানে অর্ধ লক্ষ ভারতীয়-আমেরিকানের উপস্থিতি

যুক্তরাষ্ট্রের হাউস্টনে ‘হাউডি মোদি’ (কেমন আছেন, মোদি) অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাস ইন্ডিয়া ফোরাম নামের এক সংগঠনের আয়োজনে ইতোমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। টেক্সাসের ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা মোদির। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,  অনুষ্ঠানে ৫০ হাজারেরও বেশি ভারতীয়-আমেরিকান উপস্থিত রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বক্তৃতা দেবেন।12234455

আয়োজক সংগঠন জানিয়েছে, হাউডি মোদি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য, বিশিষ্ট ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রায় ৪০০ শিল্পী থাকবেন। এরপরে ওই অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। ফলে ওই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিতে একমত হতে পারেনি দিল্লি। ভারতের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। অনুষ্ঠানে পর  একটি সীমিত বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করবেন নরেন্দ্র  মোদি ও ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব স্টিফেন গ্রিসম্যান বলেন, ‘ভারত ও আমেরিকার মানুষের মধ্যে বন্ধন জোরালো করতে এটা একটা বড় সুযোগ, বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশের সঙ্গে  সম্পর্ক মজবুত করার ক্ষেত্রেও এটা একটা সুযোগ।’ হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, মোদির মঞ্চে ৩০ মিনিট বক্তৃতা রাখবেন ট্রাম্প।

howdy-modi-759

আয়োজক সংগঠনের এক নেতা জানিয়েছেন, ‘হাউডি মোদি অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতি আমাদের মন ভরে দেবে৷ ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের ভোট আরও বেশি করে পাবেন৷ ভারত ও আমেরিকার সম্পর্ক আরও ভালো হবে।’

টেক্সাস ইন্ডিয়া ফোরামের মুখপাত্র প্রীতি দেওরা বলেন, ‘সম্প্রদায় কর্তৃক ট্রাম্পকে পূর্ণভাবে স্বাগত জানানো হবে। তার উপস্থিতি আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। এই অনুষ্ঠান ওই বন্ধনকে শক্তিশালী করেছে।’

দেওরা বলেন, ‘তার (ট্রাম্প) জন্য ভারতীয়-আমেরিকান অভিবাসীদের গুরুত্ব দেখাতে এখানে এসেছেন মোদি। আমরা রবিবার (আজ) তার নেতৃত্বের জন্য অভিবাসীদের উদ্যম দেখাবো।’