যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমান বিধ্বস্ত, নিহত ৭

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। সম্প্রচারমাধ্যম সিএনএন-এর খবর থেকে জানা গেছে, এই দুর্ঘটনায় সাত যাত্রীর মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ৭ জন।

noname

কলিংস ফাউন্ডেশন নামে ক্যাটারিং সংস্থা বোয়িং বি-১৭ এয়ারক্র্যাফটটি পর্যটনের কাজে ব্যবহার করে। ভিনটেজ প্লেনে সফর করতে ইচ্ছুক পর্যটকদের পরিবহনের ব্যবস্থা করে এই সংস্থা।

সিএনএন জানিয়েছে, বোয়িং বি-১৭ নামের বোমারু বিমানটি ব্র্যাডলে আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার সময় আছড়ে পড়ে।  মাটিতে আছড়ে পড়েই আগুন ধরে যায় বিমানটিতে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে গোলমাল দেখা দেয় বলে জানান পাইলট। এমার্জেন্সি ল্যান্ডিং-এর আবেদনও জানান তিনি।

এই বোমারু বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। বিমানে থাকা আরোহীদের মধ্যে ২ জন ফায়ার সার্ভিস কর্মীও ছিলেন। দুর্ঘটনায় ওই দুই ব্যক্তিও আহত হয়েছেন।