সৈকত থেকে ময়লা কুড়ালেন মোদি

ভারতের সমুদ্র সৈকত থেকে ময়লা কুড়ালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেন্নাইয়ের সমুদ্র সৈকত ধরে হাঁটার সময় মোদি দেশের জনতাকে আবারও পরিচ্ছন্ন থাকার এবং নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতি আহ্বান জানান।

narendra-modi-1_3

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে চেন্নাইয়ের সমুদ্র সৈকত ভ্রমণ করতে গিয়েছিলেন  নরেন্দ্র মোদি। সেসময়ই তাকে সৈকতে পড়ে থাকা ময়লা পরিষ্কার করতে দেখা গেছে।

মোদির টুইট করা একটি ভিডিওতে দেখা যায়- তাজ ফিশারম্যান কোভ রিসোর্ট অ্যান্ড স্পা এর কাছের একটি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে সেখানে পড়ে থাকা ময়লা পরিষ্কার করছেন তিনি। টুইটবার্তায় মোদি লিখেছেন, “আজ (১২ অক্টোবর) সকালে মামল্লাপুরমের একটি সৈকতে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে পরিষ্কার অভিযান চলে। আমি সৈকত থেকে যে আবর্জনা কুড়িয়েছি, তা হোটেল কর্মীদের হাতে তুলে দিয়েছি।”

ভারতীয় প্রধানমন্ত্রী আরও লিখেন, “আসুন আমাদের জনসাধারণের জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়টি নিশ্চিত করি! আসুন আমরা নিজে সুস্থ থাকি ও অন্যদের সুস্থ থাকার বিষয়টিও নিশ্চিত করি”।

অপর এক টুইটে মোদি কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি সমুদ্রের উপকূল ধরে হাঁটছেন এবং অনুশীলন করছেন।  শনিবার তাজ ফিশারম্যান কোভ রিসোর্ট অ্যান্ড স্পা’তে মোদি-জিনপিং এর বৈঠক হয়।