বাগদাদি যুক্তরাষ্ট্রেরই তৈরি: রাশিয়া

জঙ্গিগোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদি যুক্তরাষ্ট্রের তৈরি বলে মন্তব্য করেছে রাশিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেন,  যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পরই আইএসের উত্থান। অনেক সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে ওয়াশিংটন। ফলে এমনটা হতেই পারে যে তাদের তৈরি করা কোনও সন্ত্রাসীকেই সরিয়ে দিয়েছে তারা।

সের্গেই ল্যাভরভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সিরিয়ার ইদলিবের তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও রবিবার দাবি করা হয়, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। তবে স্বাধীন কোনও সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাগদাদির মৃত্যুর ব্যাপারে আরও তথ্য চান। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী অনেক বিষয় নিয়ে তদন্ত করছে এবং যুক্তরাষ্ট্রের দাবির সত্যতা আমরা এখনও নিশ্চিত করতে পারছি না।

লাভরোভ বলেন, ইরাক আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র যখন সন্ত্রাসীদের মুক্তি দেয় তখনই কিন্তু আইএসের উত্থান হয়। ফলে নিজেদের তৈরি করা সন্ত্রাসীকেই হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

ইতোপূর্বে আরও কয়েকটি সূত্র থেকে বাগদাদির নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ জানিয়েছিলেন, ২০১৭ সালের মে মাসের শেষ দিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে। পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিও ইতোপূর্বে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছিল।
পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন আইএস নেতা বাগদাদি। গত এপ্রিলে তার একটি ভিডিও প্রকাশ করে আল ফুরকান নামক আইএসের একটি প্রচারমাধ্যম। এতে দলটির নেতা আবু বকর আল বাগদাদিকে দেখা যায়। ২০১৪ সালের পর তখনই প্রথম তাকে বক্তব্য দিতে দেখা যায় ওই ভিডিওতে। তাকে শেষবার দেখা গিয়েছিল ইরাকের মসুলে।