মেক্সিকোতে মার্কিন পরিবারের ওপর হামলা, ৬ শিশুসহ নিহত ৯

মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুকহামলায় এক মার্কিন পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে। সোমবার অজ্ঞাত এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় মাদব চক্রের হামলার শিকার ওই পরিবার।

_109536612_mexico

মেক্সিকোর সংবাদমাধ্যমগুলো জানায়, ওই পরিবারের নাম লেবারন পরিবার। তারা অনেকদিন ধরেই উত্তরাঞ্চলের মোরমোন এলাকায় বসবাস করে আসছিলেন। নিহত ও নিখোঁজ সবাই মার্কিন নাগরিক হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে তারা।

স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়। ধারণা করা হচ্ছে এই গাড়িটি । পরিবারেরই। স্থানীয় এক্টিভিস্ট জুলিয়ান লেবারোন বলেন, তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনেককে পুড়িয়ে মারা হয়েছে। লেবারন পরিবারটি কয়েকটি গাড়ির বহরে করে যাচ্ছিলো। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী বলেছেন, বহর দেখে ভুল করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী চিহুয়াহুয়া ও সোনোরা রাজ্যের সরকার এক বিবৃতিতে জানায়, সোমবারের ঘটনার পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনায় নিখোঁজ ও হত্যাকারীকে খুঁজে বের করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ও স্থানীয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাতকারে পরিবারের অন্য এক সদস্য জানান, নিহত ২ শিশুর বয়স এক বছরেরও কম।

এই ঘটনায় টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘দানব, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট হয়ে তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই। মেক্সিকোর নতুন প্রেসিডেন্টও একে অনেক গুরুত্ব দিচ্ছে। কিন্তু এই চক্রগুলো এত শক্তিশালী যে কখনও তাদের দমন করতে আপনার সেনাবাহিনী প্রয়োজন হবে।’