ভারতীয় মন্ত্রীর অরুণাচল সফরের তীব্র প্রতিবাদ চীনের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। বেইজিং বলছে, চীন কখনোই অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড হিসেবে মানতে রাজি নয়। কারণ প্রকৃতপক্ষে এই অঞ্চলটি হচ্ছে দক্ষিণ তিব্বত।noname
বৃহস্পতিবার সাধারণ নাগরিক ও সেনাসদস্যদের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানকে আরও উৎসাহ দিতে অরুণাচল প্রদেশের তাওয়াং সফর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে সামরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

পরদিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার এ সফরের প্রতিবাদ জানায় বেইজিং। এদিন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, অরুণাচল প্রদেশকে কখনও ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয় চীন। এই অঞ্চলে ভারতীয় নেতাদের কার্যকলাপের চূড়ান্ত বিরোধিতা করে যাবে বেইজিং।

আঞ্চলিক শান্তি রক্ষায় ভারতের কোনও উসকানিমূলক পদেক্ষেপ নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং।

উল্লখ্য, অরুণাচলের সীমান্ত সমস্যা মেটাতে এখন পর্যন্ত চীন ও ভারত ২১ দফা বৈঠক করেছে। এই অঞ্চলে দুই দেশের তিন হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর আগেও বারবার ভারতীয় রাজনৈতিক নেতাদের অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছে চীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল সফর নিয়েও বেইজিং আপত্তি জানিয়েছিল। সূত্র: পার্স টুডে।