শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হওয়ার পর সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক এই সেনা কর্মকর্তা। প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।

cfc1430d12934903811cb7fd8f415722_18গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-এর সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট (এসএলপিপি)-এর গোটাবায়া রাজাপক্ষের মধ্যে। বর্তমান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা এবারের নির্বাচনে অংশ নেননি।

শ্রীলঙ্কার নিবন্ধিত ভোটার সংখ্যা এখন এক কোটি ৬০ লাখ। আনুষ্ঠানিক ফলে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন রাজাপক্ষে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর সাবেক এই কর্নেল। প্রেসিডেন্ট হিসেবে দেশটির নিরাপত্তা ব্যবস্থার সংস্কার করার পরিকল্পনা রয়েছে তার। নজরদারি ব্যবস্থা ও গোয়েন্দা কাঠামো শক্তিশালী করতে চান তিনি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজাপক্ষে বলেন, জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি তৈরি করবেন তিনি। আল-জাজিরার শ্রীলঙ্কা প্রতিনিধি মিনেল ফার্নান্দেজ মনে করছেন, শ্রীলঙ্কার অর্থনীতি চাঙ্গা করতে বেগ পেতে হবে নতুন প্রেসিডেন্টকে।