আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত

আফগানিস্তানে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার (৯ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ঘাঁটির কাছে গাড়ি বোমা হামলা চালানো হয়। পরে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।

images-25

প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের নাদ-আলি অঞ্চল যেখানে তালেবানদের আধিপত্য বেশী, সেখানে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আফগান ন্যাশনাল আর্মির একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ঐ অঞ্চলের প্রধান কর্মকর্তা বারালি নাযারি সংবাদ ভয়েস অফ আমেরিকাকে জানান, উদ্ধার কর্মীরা ধ্বংস স্তূপের নিচে থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সশস্ত্র গোষ্ঠী তালেবান এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যকে হত্যা করেছে এবং সামরিক যানবাহন ধংস করেছে।